বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৭:০৩

রানী এলিজাবেথের অন্য রেকর্ড

রানী এলিজাবেথের অন্য রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : এক অনন্য রেকর্ড গড়লেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। তিনি রাণী ভিক্টোরিয়াকে ছাড়িয়ে ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে দীর্ঘসময় আসীন থাকার গৌরব অর্জন করেলেন।

রাণী ভিক্টোরিয়া সিংহাসনে বসেন ১৮ বছর বয়সে এবং ৬৩ বছর ৭ মাস দুই দিন তিনি সিংহাসনে ছিলেন। অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথ ২৫ বছর বয়সে সিংহাসনে বসেন এবং আজ ৯ সেপ্টেম্বর তিনি রাণী ভিক্টোরিয়ার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছেন।

তাদের দুজনের মধ্যে আশ্চর্য কিছু মিল যেমন রয়েছে, আবার তেমন কিছু অমিলও পাওয়া যায়।

ভিক্টোরিয়া যেদিন রাণীর মুকুট পরেন সেদিন লন্ডনের রাস্তায় উৎসবে যোগ দিতে জড়ো হয়েছিলেন চার লক্ষ মানুষ।

আর রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার দৃশ্য টেলিভিশনে প্রচার করা হয় এবং তা দেখেন ব্রিটেনের দুই কোটি ৭০ লক্ষ মানুষ।

রাণী ভিক্টোরিয়া বিয়ে করেন প্রিন্স অ্যালবার্টকে ১৮৪০ সালের ১০ ফেব্রুয়ারি। প্রিন্স অ্যালবার্টের মৃত্যুর আগ পর্যন্ত তারা ২০ বছর এক সঙ্গে সংসার করেন।

রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রিন্স ফিলিপের বিয়ে হয় ১৯৪৭ সালের ২০শে নভেম্বর ২১ বছর বয়সে। তাদের বিবাহিত জীবনের ৬৮ বছর চলছে এখন।

রাণী ভিক্টোরিয়ার আমলে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটে বিশ্বের এক চতুর্থাংশ জায়গা জুড়ে। তবে রাণী দ্বিতীয় এলিজাবেথের আমলে এই সাম্রাজ্য সংকুচিত হতে হতে একেবারে ছোট হয়ে এসেছে।

তিনি এখন যুক্তরাজ্য এবং আরও ১৫টি কমনওয়েলথ দেশ ও ভুখণ্ডের সরকার প্রধান।

রাণী ভিক্টোরিয়া তার মেয়াদকালে ব্রিটেনে দশজন প্রধানমন্ত্রী বদল হতে দেখেছেন। অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথের মেয়াদকালে এপর্যন্ত ব্রিটেনে ১২ জন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

রাণী ভিক্টোরিয়ার আমলে রাজ কোষাগার থেকে ছাড়া হয়েছে আড়াইশো কোটি মুদ্রা। আর রাণী দ্বিতীয় এলিজাবেথের আমলে এপর্যন্ত ছাড়া হয়েছে ৬৮০ কোটি মুদ্রা।

রাণী ভিক্টোরিয়ার নামে ব্রিটেনে মোট ১৫৩টি রাস্তার নাম রাখা হয়েছে। আর রাণী দ্বিতীয় এলিজাবেথের নামে আছে ২৩৭ টি রাস্তা। সূত্র: বিবিসি

০৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে