আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের পুঞ্চসেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল ভারতীয় সীমান্তরাক্ষী বাহিনী৷ হত্যা করা হলো তিন পাকিস্তান জঙ্গিকে৷ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র এস ডি গোস্বামী জানিয়েছেন, পুঞ্চ সেক্টরের সাজিয়ান অঞ্চলে সীমান্ত অতিক্রম করে জঙ্গিদের একটি দল ভারতে অনুপ্রবেশের জন্য চেষ্টা চালাচ্ছিল৷ তখনই তাদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সীমান্তরক্ষী বাহিনীর৷
এখনো চলছে গুলির লড়াই৷ আরো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী৷ সেনা সূত্রে খবর, গোপন সংবাদের মাধ্যমে সেখানে অভিযান চালিয়েছিল তারা৷ চলতি মাসের আট তারিখ ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি। ২২ বছরের এই তরুণের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়েছে সমগ্র জম্মু-কাশ্মীর। উত্তাপের আঁচ ছড়িয়ে পড়েছে সমগ্র কাশ্মীরে৷ কারফিউ জারি করা হয়েছে জম্মু-কাশ্মীরে৷ আর সেই সুযোগকে কাজে লাগিয়েই জঙ্গি অনুপ্রবেশ করিয়ে দেশে বিভিন্ন স্থানে হামলার ছক কষছে পাক মদতপুষ্ঠ জঙ্গি সংগঠনগুলি৷
১৬ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই