আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে ট্রাক হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের বাস্তিল দিবসের সমাবেশে ট্রাক চালিয়ে দিয়ে ৮৪ জনকে হত্যা করা হয়।
আইএসের কথিত নিউজ ওয়েবসাইট ‘আমাক’- এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিস শহরে ট্রাক হামলায় জড়িত ব্যক্তি আইএসের সদস্য। আমাক দাবি করেছে, “আইএসের বিরুদ্ধে যেসব দেশ অভিযান চালাচ্ছে সেসব দেশের জনগণকে সতর্ক করতে ওই ট্রাক চালক হামলা চালিয়েছে।”
বৃহস্পতিবার রাতে তিউনিশিয় বংশোদ্ভূত মোহাম্মাদ লাহাউয়েজ বুহলেল নামে এক ট্রাক চালক নিস শহরে প্রায় দুই কিলোমিটার জুড়ে ট্রাক চালিয়ে ৮৪ জনকে হত্যা করে। এতে ৫০ জন মারাত্মকভাবে আহত হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জানিয়েছেন, আহত ৫০ জনের অবস্থা আশংকাজনক।
ট্রাক চালকের বাবা জানিয়েছেন, তার ৩১ বছর বয়সী ছেলে ‘নার্ভাস ব্রেকডাউনে’ ভুগছিল।
১৬ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই