আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে সেনাদের একটি অংশের অভ্যুত্থান চেষ্টা শেষ পর্যন্ত জনগণের প্রতিরোধে ব্যর্থ হয়েছে। বিদ্রোহী সেনাদের ট্যাঙ্ক থামিয়ে দিয়েছে নিরস্ত্র জনগণ।
শুক্রবার রাতে সেনাদের একটি ক্ষুদ্র অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। ট্যাঙ্ক নিয়ে তারা বিভিন্ন সরকারি দফতর, গণমাধ্যম ও গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে নেয়ার চেষ্টা করে।
কিন্তু সেনা অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়তেই রাজপথে নেমে আসে তুরস্কের গণতন্ত্রপন্থী জনগণ। নিরস্ত্র জনগণের প্রতিরোধের মুখে থামতে বাধ্য হয় বিদ্রোহী সেনাদের ট্যাঙ্ক।
অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়লে মসজিদগুলো থেকে ফজরের নামাজের সময়ের কয়েক ঘণ্টা আগেই আযান ও কোরআন তেলাওয়াত শুরু হয়। রাজপথে নেমে আসতে থাকে সাধারণ মানুষ।
এদিকে অভ্যুত্থানের খবরে তুরস্কের পর্যটন শহর মারমারিসে অবকাশ যাপনে থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান ইস্তাম্বুলে ফিরে আসেন। তিনি বিমানবন্দরে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে সেনা অভ্যুত্থান প্রতিরোধে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
এরপর রাজধানী আংকারা, ইস্তাম্বুল, দিয়ারবাকির, ইদিরনে ও ডেনিজলি শহরসহ দেশটির প্রায় সবক'টি শহরের রাজপথে নেমে আসে গণতন্ত্রপন্থী জনগণ।
এ সময় গণতন্ত্রণের পক্ষে স্লোগান দিতে থাকে হাজার হাজার মানুষ। তারা 'অভ্যুত্থান নয়, সন্ত্রাসের বিরুদ্ধে সব সেনা' স্লোগান দিতে থাকে। তাদের জাতীয় পতাকা হাতে দেখা যায়।
এর আগে সাধারণ মানুষকে পাথর ছুঁড়ে এবং লাঠি দিয়ে আঘাত করে ট্যাঙ্ক থামাতে দেখা যায়। তারা আটক বিদ্রোহী সেনাদের পুলিশে সোপর্দ করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় গণতন্ত্রপন্থী পুলিশ ও সেনারা।
তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর ২,৭৪৫ বিচারককে বরখাস্ত করা হয়েছে। হাই কাউন্সিল অব জাজেজ অ্যান্ড প্রসিকিউটর্স এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে কেন তাদের বরখাস্ত করা হয়েছে তার কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে মোট ২৬৪ জন নিহত হয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব
এরদোগানের নেতৃত্বাধীন সরকারি বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছে ১৬১ জন।
অভ্যুত্থানকারীদের মধ্যে ১৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১,১৪০ জন।
এদিকে সেনা অভ্যুত্থানের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃততে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ওবামা বলেছেন, সবার উচিত তুরস্কের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে সমর্থন করা। রক্তপাত এবং সংঘর্ষ থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার রাতে তুরস্কে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর একাংশ। সেনাবাহিনীর ওই অংশটি তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবিও করে।
তবে সেনাবাহিনীর এ দাবি নাকচ করে দিয়েছে দেশটির সরকার।
শুক্রবার রাত থেকে গণতন্ত্রপন্থীদের সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচ জেনারেল ও ২৯ জন কর্নেলসহ ২ হাজার ৮৩৯ জন বিপথগামী সেনাসদস্যকে গ্রেফতার করা হয়েছে। আটকের সংখ্যা আরো বাড়তে পারে।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম