আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অংশ নেয়া আট সামরিক কর্মকর্তা পালাল গ্রিসে। সেখানে তারা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
একটি সামরিক হেলিকপ্টারেগ্রিসের উত্তরাঞ্চলে অবতরণ করে এসব সেনা কর্মকর্তা।
গ্রিসের পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রোপোলিসে তুরস্কের একটি সামরিক হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে আটজন ক্রুকে হেফাজতে নেয়া হয়েছে। এরপর তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।
এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গ্রিসে রাজনৈতিক আশ্রয় প্রার্থী ওই আট অভ্যুত্থানকারীকে ফেরত চেয়েছে।
শুক্রবার রাত থেকে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। শনিবার সকালেও দেশটির বড় বড় শহরে বিস্ফোরণ, গুলি ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে তুরস্কে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর একাংশ। সেনাবাহিনীর ওই অংশটি তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবিও করে।
তবে সেনাবাহিনীর এ দাবি নাকচ করে দিয়েছে দেশটির সরকার।
শুক্রবার রাত থেকে গণতন্ত্রপন্থীদের সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচ জেনারেল ও ২৯ জন কর্নেলসহ ২ হাজার ৮৩৯ জন বিপথগামী সেনাসদস্যকে গ্রেফতার করা হয়েছে। আটকের সংখ্যা আরো বাড়তে পারে।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম