আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে রঙ করার সময় গাড়িতে পড়েছে এক ফোঁটা রঙ। আর এতেই ক্ষেপে গিয়ে রঙমিস্ত্রিক পিটিয়ে মেরেই ফেললেন এক ডাক্তার।
স্থানীয় পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি ইলেকট্রিক পোস্টে রঙ করার কাজ চলছিল। সেইসময়ে দু’ফোঁটা রঙ পড়ে যায় হাসপাতালেরই চিকিৎসক দেবল সোরেনের গাড়িতে। এরপরই অপূর্ব পাত্র ও প্রশান্ত দেওঘরিয়া নামে দুই রঙমিস্ত্রিকে বাঁশ দিয়ে বেধড়ক পেটান ওই চিকিৎসক।
মাথায় গুরুতর আঘাত লাগে প্রশান্ত দেওঘরিয়ার। তাকে প্রথমে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতায় আনা হয়। শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে মারা যান প্রশান্ত।
অভিযুক্ত চিকিৎসক দেবল সোরেন পলাতক। তার বিরুদ্ধে বাঁকুড়া থানায় অভিযোগ দায়ের করেছে মৃত প্রশান্ত দেওঘরিয়ার পরিবার।-আনন্দবাজার
১৬ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই