আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি গুলশান হামলার পর বিতর্কে জড়িয়ে তদন্তের মুখে পড়েন ইসলামি ধর্মপ্রচারক জ়াকির নায়েক। দাবী ওঠে তার বক্তব্য ও প্রচারণা জঙ্গিবাদকে উৎসাহিত করছে। ফলে ভারত সরকার জাকির নায়েক ইসলামী টেলিভিশন ‘পিস টিভি’র সম্প্রচার বন্ধ করে দেয়।
তবে চলমান জাকির নায়েকের বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি অস্বীকার করেছেন। পক্ষে-বিপক্ষে জনমত গড়ে উঠছে। তারই ধারাবাহিকতায় জাকির নায়েকের সমর্থনে মিছিল বেরোল বিহারের পটনায়। আর সেই মিছিল থেকে জায়েক পক্ষে স্লোগান দিতে দিতে উঠলো পাকিস্তান জ়িন্দাবাদ স্লোগানও। ফের আরো একবার বিতর্কের মুখে।
শুক্রবার মিছিলটি করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে একটি সংগঠন। পাটনা সায়েন্স কলেজ থেকে শুরু হয় মিছিল। মিছিল থেকে জ়াকির নায়েক ও AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির সমর্থনে স্লোগান তোলা হয়। তবে এপর্যন্ত ঠিক ছিল।
বিতর্কটা সৃষ্টি হয়েছে ওই মিছিল থেকেই পাকিস্তান জ়িন্দাবাদ স্লোগানও তোলা হয়। বিষয়টি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে ভারতের বিভিন্ন মহল থেকে। তদন্ত শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় ভিডিও ফুটেজ।
পরে পাকিস্তান জ়িন্দাবাদ স্লোগান দেওয়ার দায়ে তৌফিক নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মিছিলের ভিডিও ফুটেজটি ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়।
১৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস