রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০২:০২:১৩

ভারতের প্রভাবশালী মুসলিম নেতা ওয়েইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

ভারতের প্রভাবশালী মুসলিম নেতা ওয়েইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

আন্তর্জাতিক ডেস্ক : হায়দরাবাদের সাংসদ ও অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে অবশেষে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হল। সম্প্রতি হায়দরাবাদ থেকে পাঁচ সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

তাদের আইনি সহযোগিতা দেওয়ার কথা বলে বিতর্কে জড়ান আসাদউদ্দিন ওয়েইসি। সেই মন্তব্যের জেরেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হল। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশকে মামলা দায়ের করার নির্দেশ দেয় হায়দরাবাদের একটি আদালত।

কে করুণা সাগর নামে এক আইনজীবী শুক্রবার হায়দরাবাদের একটি আদালতে অভিযোগ দায়ের করেন। এবং আদালত পুলিশকে যাতে আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে পুলিশকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের নির্দেশ দেয়, সেই দাবি করেন।

LB নগর জ়োনের ডেপুটি কমিশনার অফ পুলিশ তাফসির ইকবাল জানান, আদালত সরুরনগর পুলিশকে আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে ১২৪ A (রাষ্ট্রদ্রোহিতা) ধারায় মামলা দায়েরের নির্দেশ দেয় পুলিশ। সেই নির্দেশ পালন করা হয়েছে। আইন মোতাবেক তদন্ত করে আদালতকে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কে করুণা সাগর তার অভিযোগপত্রে জানিয়েছিলেন, আসাদউদ্দিন ওয়েইসির বয়ান দেশ-বিরোধী কার্যকলাপকে অক্সিজেন জোগাবে। আসাদউদ্দিন ওয়েইসি প্রত্যক্ষ বা পরোক্ষে আইএসকে সহায়তা দিচ্ছেন।  

১৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে