রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ১০:১৩:৪৩

ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা, তুরস্কে মার্কিন ঘাঁটি বন্ধ করে দেয়া হয়েছে!

ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা, তুরস্কে মার্কিন ঘাঁটি বন্ধ করে দেয়া হয়েছে!

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের একটি মার্কিন ঘাঁটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে এবং এ ঘাটিতে কেউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ঘাঁটিটি আইএস বিরোধী কথিত লড়াইয়ে ব্যবহার করা হতো।

গতকাল মার্কিন দূতাবাসের ওয়েব সাইটে দেয়া বিবৃতিতে দক্ষিণাঞ্চলীয় তুরস্কের আদানায় অবস্থিত ইনজারলিক বিমান ঘাঁটি ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য মার্কিনীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইনজারলিক বিমান ঘাঁটিতে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। এ ছাড়া বিমান ঘাঁটির বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেয়া হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এ ঘাঁটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। যত দ্রুত সম্ভব ঘাঁটিটি ব্যবহার করা যাবে বলে আশাবাদ প্রকাশ করেছে পেন্টাগনের মুখপাত্র।

শুক্রবার রাতে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পরই এ ঘাঁটি বন্ধ করে দেয়া সংক্রান্ত বিবৃতি দেয়া হয়।
১৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে