আন্তর্জাতিক ডেস্ক : ফের ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম ভারত। রবিবার সকালে তীব্র কম্পনে অনুভূত হয় জাপানের টোকিও শহরে। রিখটার-স্কেলে তীব্রতা ছিল ৫.১। এদিন জাপানের সঙ্গে কেঁপে ওঠে গোটা পশ্চিম ভারত। গুজরাতেও ভূকম্পনের তীব্রতা ছিল ৪.৫।
সম্প্রতি নেপাল ও ভারতে আবারও বড়মাপের শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা করেছিলেন বিজ্ঞানীরা। নেপালের পশ্চিমে এবং ভারতের উত্তরে সম্ভাব্য এই ভূমিকম্পের বিষয়ে আগাম সতর্কবাণী দিয়েছেন তারা।
বিজ্ঞানবিষয়ক বিখ্যাত সাময়িকী ‘নেচার জিওসায়েন্স’-এ সম্ভাব্য এ ভূমিকম্পের ভয়াবহতার বিষয়টি তুলে ধরা হয়েছে। বিজ্ঞানীদের মতে, যে মাত্রায় ভূমিকম্পের আশংকা করা হয়েছে তাতে তিন থেকে চার লাখ লোকের প্রাণহানি হতে পারে।
১৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম