রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০১:৫০:৪১

অভ্যুত্থান চেষ্টায় জড়িত ২৭২ বিচারক গ্রেপ্তার

অভ্যুত্থান চেষ্টায় জড়িত ২৭২ বিচারক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে অন্তত ২৭২ বিচারককে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের নেপথ্যের ভিলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাসরত হিজমেত আন্দোলনের নেতা ফেতুল্লাহ গুলেনের সাথে সরকার উৎখাত পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ইস্তান্বুলের প্রসিকিউটর কার্যালয় সূত্রে জানা গেছে, সেই সাথে আরো অনেক বিচারককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে ফেতুল্লাহর সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে শনিবার ২৭৪৫ জন বিচারককে বরখাস্ত করা হয়।

তুরস্কের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের দেয়া তথ্য মতে, ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় নিহত হয়েছে মোট ২৬৫ জন। এর মধ্যে অভ্যুত্থানপন্থি বিদ্রোহী রয়েছেন ১০৪ জন। আর অভ্যুত্থান প্রতিরোধ করতে গিয়ে সামরিক-বেসামরিক লোক নিহত হয়েছেন ১৬১ জন। এতে আহত হয়েছেন প্রায় ১৫০০ মানুষ।

ব্যর্থ এ সেনা অভ্যুত্থানে জড়িত থাকায় এখন পর্যন্ত কমপক্ষে সামরিক বাহিনীর ২৮৩৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে