রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০২:১৮:৩৮

ঘটনার পর বিরোধী দলীয় নেতাদের ফোন করে ধন্যবাদ জানান এরদোগান

ঘটনার পর বিরোধী দলীয় নেতাদের ফোন করে ধন্যবাদ জানান এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে হত্যা করে ক্ষমতা দখল করতে চেয়েছিলো সেনাবাহিনী। কিন্তু ব্যর্থ হয় সেনাবাহিনীর এই ষড়যন্ত্র।

স্বাভাবিক হওয়ার পরে তিনি বিরোধী দলীয় নেতাকেও ফোন দেন।  তুর্কি পার্লামেন্টের স্পিকার ও বিরোধী দলের দুই নেতাকে ধন্যবাদ জানিয়ে ফোন করেছেন তুরস্কের ইসলামপন্থী নেতা এরদোগান।

গত ১৫ জুনের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়ায় রিপাবলিকান পিপল'স পার্টির (সিএইচপি) নেতা কামাল কিলেচদারগলু ও ন্যাশনাল মুভমেন্ট পার্টি (এমএইচপি) নেতা দেভলেত বাচেলিকে ধন্যবাদ জানান তিনি।

এরদোগান তুরস্কের পার্লামেন্টে অভ্যুত্থান চেষ্টাকারীদের হামলার সময় বীরত্বপূর্ণ অবস্থানের জন্য স্পিকার ইসমাইল কারামানকেও ধন্যবাদ জানিয়ে ফোন দেন। এসময় স্পিকারও তাকে ফোন করেন।
১৭ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে