আন্তর্জাতিক ডেস্ক : দুই কোরিয়ার সীমান্তে সব সময়ই সেনারা একে অন্যের দিকে বন্দুক তাক করে প্রস্তুত থাকে। যে কোন সময় লেগে যেতে পারে যুদ্ধ। তবে বেশ কিছুদিন ধরেই যুদ্ধাংদেহী অবস্থা থেকে সরে এসেছে দুই কোরিয়া। গোলাগুলির বিকট শব্দের বদলে কান পাতলে এখন শোনা যাচ্ছে গানের সুর। কুচকাওয়াজ ছেড়ে নাচের ছন্দ সেনাদের পায়ে। দক্ষিণ কোরিয়া সীমান্তের একদল সেনাকে নাচ শেখানো হচ্ছে।
তাও আবার সরকারিভাবেই। সীমান্তের বেসামরিক অঞ্চলে প্রতিদিন ব্যালে নাচ শিখতে জড়ো হচ্ছেন সেনারা। কিম জো হায়োক নামের এক সেনা বলেন, সীমান্তে সব সময়ই একটা উত্তেজনা নিয়ে বাস করতে হয়। এই বুঝি যুদ্ধের ঘোষণা এসে পড়লো। তবে ব্যালে নাচের ক্লাসে আসার পর থেকে সেই দুঃশ্চিন্তা কমে গেছে। এখন আগের থেকে অনেক বেশি মানসিক প্রশান্তি পাই। শরীরও বেশি ফিট থাকে। আর এই নাচ ভবিষ্যতেও কাজে লাগবে। বছর শেষে নাচ মঞ্চস্থ করতে হবে সেনাদের। চাকরি থেকে অবসরের পর এই নাচ নিয়েই ব্যস্ত থাকতে চান কোন কোন সেনা।-ইত্তেফাক
১৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস