আন্তর্জাতিক ডেস্ক: ‘সবাই আমাকে জঙ্গি বলতে পারে যদি আল্লার জন্য লড়াই করা জঙ্গি কার্যকলাপ হয়, তবে আমি জঙ্গি৷’এই টেক্সট মেসেজটি তার পরিবারকে পাঠিয়েছে কেরল থেকে নিরুদ্দেশ হওয়া ১৫ জনের একজন যুবক, নাম মহম্মদ মারওয়ান৷ যাকে নিয়ে সন্দেহ করা হচ্ছিল সে আইএএসে যোগ দিতে পারে৷ এই মেসেজটি জুনের শেষ সপ্তাহে তার পরিবারকে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে পাঠিয়েছে মারওয়ান৷ ইতিমধ্যেই গোয়েন্দারা মেসেজটির লোকেশন ট্রাক করে দেখতে পেয়েছে যে, পশ্চিম এশিয়ায় আইএসের দখল করা অঞ্চল থেকেই মেসেজটি পাঠানো হয়েছে৷
আরও পড়ুন: বন্ধ করা হল ধৃত আল-কায়েদা জঙ্গির মাদ্রাসা
কোরান উদ্ধৃত করে মারওয়ান তার মেসেজে লিখেছে, মৃত্যুর পর আল্লা যদি তাকে জিজ্ঞেস করে যখন তার ধর্মের লোকেরা অন্য ধর্মের দ্বারা অত্যাচারিত হচ্ছিল তখন সে করি করছিল৷ ফলে সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা তার ধর্মীয় কর্তব্য বলে উল্লেখ করেছে মারওয়ান৷ সে আরও জানিয়েছে, কেউ তাকে মগজ ধোলাই করে আইএসে যোগদান করায়নি৷ খবর পড়ে নিজের ইচ্ছায় সে আইএসে যোগ দিয়েছে৷ মেসেজের শেষে মারওয়ান লিখেছে যে, তার কাজ শেষ হলে সে অবশ্যই ফিরে আসবে৷ এর আগে একই রকম ভাবে আরও এক নিরুদ্দেশ হওয়া যুবক তার পরিবারকে ভয়েস মেসেজ পাঠিয়ে তার আইএসে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছিল৷ গোয়েন্দা সূত্রে খবর, মেসেজগুলির লোকেশন ট্রাকর করা হচ্ছে৷ এছাড়া অন্যান্যদের খোঁজেও চলছে তল্লাশি।-কলকাতা২৪
১৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস