রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৪:২৬:৪৪

একদিন আগে পরিবারকে ৮৪ হাজার পাউন্ড দিয়েছিল ফ্রান্সের সেই হামলাকারী

একদিন আগে পরিবারকে ৮৪ হাজার পাউন্ড দিয়েছিল ফ্রান্সের সেই হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক : হামলার একদিন আগে পরিবারকে ৮৪ হাজার পাউন্ড দিয়েছিল
ফ্রান্সের নিস শহরে লরি নিয়ে সেই হামলাকারী।
 
ফ্রান্সের নিস শহরে হামলাকারী মোহাম্মদ ল্যউইজ-বুলেল হামলার মাত্র একদিন আগে তিউনিসিয়ার তার পরিবারের সদস্যদের কাছে ৮৪ হাজার পাউন্ড পাঠিয়েছিল।

এর আগে তিনি কখনোই এত অর্থ একসঙ্গে পাঠাননি। শনিবার বুলেলের ভাইয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের স্বাধীনতা দিবস উপলক্ষে আতশবাজি উৎসবে ৩১ বছর বয়সী বুলেল আইসক্রিম বিক্রেতা সেজে একটি লরি নিয়ে হামলা চালান।

হামলার পর পুলিশ লরিতে পাওয়া কাগজপত্র থেকে তার পরিচয় শনাক্ত করে।  হামলায় অন্তত ৮৪ জন নিহত হয়েছেন।  

শনিবার এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। হামলাকারীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ শনিবার পাঁচজনকে আটক করেছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড ক্যাজিনিউভ্যু জানিয়েছেন, হামলাকারী বুলেল অল্প সময়ের ব্যবধানে চরমপন্থার দিকে ঝুঁকে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

তদন্তকারীরা বুলেলের ফোন কলের রেকর্ড পরীক্ষা করে দেখেছেন, তার সঙ্গে চরমপন্থিদের যোগাযোগ ছিল।

বুলেলের স্বজনরা জানিয়েছেন, হামলার ঠিক একদিন আগে গ্রামের এক ব্যক্তির মাধ্যমে সে তিউনিসিয়ায় নিজের গ্রাম এমসাকেনে টাকা পাঠিয়েছিল।

বুলেলের ভাই জাবের বলেন, অনেকদিন ধরেই তার ভাইয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।  সে যে অর্থ পাঠিয়েছে তা রীতিমতো বিস্ময়কর।

তিনি বলেন, বুলেল গত কয়েকদিনে পরিবারের সদস্যদের কাছে ২ লাখ ৪০ হাজার তিউনিসীয় দিনার (৮৪ হাজার পাউন্ড) পাঠিয়েছে।  এর আগে বিদেশে যেসব তিউনিসীয় কাজ করে, তাদের মতো মাঝে মাঝে অল্প কিছু অর্থ পাঠাত।  কিন্তু এরপরই সে বিপুল পরিমাণ অর্থ পাঠাল।

তবে বুলেলের বোন চাইমা আরেফা বলেন, আমার ভাই জঙ্গি নয়।  আমরা মুসলমান।  কিন্তু আমার ভাই ধার্মিক ছিল না।  সে মদ পান ও ধূমপান করত।  চরিত্রও খারাপ ছিল।
 ১৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে