রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৫:৫৭:০৬

এরদোগান নিজেই সামরিক অভ্যুত্থানের নাটক সাজিয়েছে : গুলেন

এরদোগান নিজেই সামরিক অভ্যুত্থানের নাটক সাজিয়েছে : গুলেন

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে থাকা তুর্কি সরকার বিরোধী ব্যক্তিত্ব ফতেউল্লাহ গুলেন দাবি করেছেন, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিজেই শুক্রবারের সামরিক অভ্যুত্থানের নাটক সাজাতে পারেন। পেনসিলভানিয়ায় নিজ বাসভবনে হাতে গোণা কয়েকজন সাংবাদিককে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় জীবন-যাপন করছেন গুলেন। অতীতে এরদোগানের সঙ্গে তার ভাল সম্পর্ক ছিল। কিন্তু ২০১৩ সালের এক দুর্নীতি কেলেঙ্কারিকে কেন্দ্র করে এ সম্পর্কে চিড় ধরে। চলতি মাসের ১৫ তারিখ রাতে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় তিনি জড়িত বলে এরদোগানের প্রশাসন যে দাবি করছে তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গুলেন। খবর প্যারিস টুডে।

গুলেন বলেন, প্রেসিডেন্ট এরদোগান যে অভিযোগ এনেছে তা বিশ্ব বিশ্বাস করবে না। বরং অভ্যুত্থানের বিষয়টি একটি সাজানো নাটক হতে পারে। তার বিরুদ্ধ আরো অভিযোগ আনার অজুহাত হিসেবে একে ব্যবহার করা হবে বলে মনে করেন তিনি।

গুলেন আরো বলেন, যে কোনো ধরণের সামরিক হস্তক্ষেপকে মেনে নেন নি তিনি। এ ছাড়া, ১৯৯০’এর দশকের সেনা অভ্যুত্থানে ব্যক্তিগত ভাবে নিজেও নির্যাতিত হয়েছেন বলে জানান তিনি।
১৭ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে