রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৬:৪৮:৪৪

সৌদি আরবের মক্কায় হোটেলে ভয়াবহ আগুন

সৌদি আরবের মক্কায় হোটেলে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ১৭ জুলাই রোববারের এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, রোববার মক্কার একটি হোটেলে আগুন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, আগুনের শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে গেছে হোটেলসহ মক্কার আকাশ।

আরটি বলছে, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। অগ্নি নির্বাপক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
১৭ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে