বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৭:৫৭

বিমানে আগুন, আহত ১৪

বিমানে আগুন, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বোয়িং-৭৭৭ সিরিজের ফ্লাইট-২২৭৬ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাস আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসার সময় হঠাৎ করেই এতে আগুন ধরে যায়। এ সময় বিমানটিতে ১৫৯ জন যাত্রী ও ১৩ ক্রু ছিলো বলে জানা গেছে।

এ ঘটনায় ১৪ জন যাত্রী আহত হয়েছেন। বিমানের ইঞ্জিন থেকে আগুন ধরেছিল বলে জানা গেছে। এ দুর্ঘটনায় বিমানটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার পরপরই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বিমানবন্দরের জরুরি বিভাগের লোকজন। তারা বিমানের আরোহীদের নামিয়ে আনেন। পরে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় লাস ভেগাস বিমানবন্দরের ওই রানওয়েটিতে বিমান ওঠানামা বন্ধ রয়েছে বলে জানা গেছে।

তবে বাকি তিনটি রানওয়ে দিয়ে বিমান ওঠানামার কাজ স্বাভাবিক ছিল বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি লস ভেগাস থেকে লন্ডন যাওয়ার কথা ছিল। এ উদ্দেশে উড্ডয়নের প্রস্তুুতিও সম্পন্ন হয়। কিন্তু ঠিক আগ মুহূর্তে এর ইঞ্জিনে আগুন ধরে যায়। ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা বিমান ও রানওয়ে। এসময় কয়েকজন আতঙ্কিত যাত্রীদের জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। বিমান থেকে বের হওয়ার সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন ওই যাত্রীরা। তাদের আঘাত খুব একটা গুরুতর নয়।

আহত এক যাত্রী জেয় জেনিংস বলেছেন, ওই সময়টা ছিল এক ভীতিকর সময়। বিমানটি উড্ডয়নের আগ মুহূর্তে আমি ‘ধপ’ করে একটা শব্দ শুনি। জানালা খুলে দেখি ইঞ্জিনে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় বিমান। এর একটু পরই ইন্টারকমে ক্যাপ্টেন জরুরি অবস্থার কথা বলে সবাইকে বাইরে বের হয়ে যেতে অনুরোধ করেন।

তিনি বলেন, বিমানের ইমার্জেন্সি দরজা খোলার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ভরে যায় চারপাশ। এ সময় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি মেইল
০৯ সেপ্টেম্বর ২০১৫/এমিটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে