রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৯:৩৬:৩৬

মিথ্যা কথা বলে অভ্যুত্থানে নামানো হয় সেনাদের!

মিথ্যা কথা বলে অভ্যুত্থানে নামানো হয় সেনাদের!

আন্তর্জাতিক ডেস্ক : সরকার পতনে মিথ্যা কথা বলে অভ্যুত্থানে নামানো হয় সেনাদের! মহড়ার কথা বলে তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জুনিয়র সেনাদের নামানো হয়েছে বলে জানিয়েছেন আটক সেনাদের কয়েকজন।

তুরস্কের হুররিয়াত ডেইলি নিউজের বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে এ তথ্য জানিয়েছে।

সামরিক সদর দফতরে আটক সেনাদের কয়েকজন জিজ্ঞাসাবাদে জানান, এটা যে অভ্যুত্থান ছিল বিষয়টি তারা জানত না।

সাধারণ জনতা যখন ট্যাংক দখল করে সেটাতে চড়ে বসছিল, তখন কিছু সেনা বুঝতে পারে অভ্যুত্থানের অংশ হিসেবেই তাদের নামানো হয়েছিল।

এখন পর্যন্ত অভ্যুত্থানে জড়িত প্রায় ৬ হাজার সেনাসদস্যকে আটক করা হয়েছে।  আটককৃতদের মধ্যে জ্যেষ্ঠ এক জেনারেলও রয়েছেন।  আটককৃতদের অনেককে সামরিক সদর দফতরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে।  কিন্তু প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমে আসে গণতন্ত্রপন্থী জনগণ।  তাদের সঙ্গে যোগ দেন গণতন্ত্রপন্থী সেনা ও পুলিশ সদস্যরা।  ফলে ব্যর্থ হয় অভ্যুত্থানের চেষ্টা।

এ ঘটনায় অন্তত ২৬৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬১ জন গণতন্ত্রপন্থী নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক।  নিহত বাকিরা অভ্যুত্থানকারী।  
১৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে