আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ব্ন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। রোববার ব্যাটন রুজ শহরে এ ঘটনা ঘটে বলে জানান শহরের মেয়র কিপ হোলডেন।
যুক্তরাষ্ট্র মিডিয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এক বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই নিহত হন তিন পুলিশ কর্মকর্তা। আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ৭ জুলাই পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে যুক্তরাষ্ট্রের ডালাসে দুই বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার ১০দিন পর আবারো খুন হলো পুলিশ।
পুলিশের এক মুখপাত্র জানান, ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে। হামলাকারীকে আটক করা হয়েছে কি-না সে ব্যাপারে কিছু জানা যায়নি।
১৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম