সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ০১:১০:১৪

‘সেনাবাহিনী ক্ষমতা নিলে পাকিস্তান মিষ্টি বিতরণ করবে’

‘সেনাবাহিনী ক্ষমতা নিলে পাকিস্তান মিষ্টি বিতরণ করবে’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে গণতন্ত্র সেনাবাহিনী দ্বারা বিপন্ন না হলেও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রাজতান্ত্রিক মনোভাবের কারণে হুমকির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেন পাকিস্তানি রাজনীতিবিদ ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান।

জম্মু ও কাশ্মীরের চাকশরিতে এক নির্বাচনী সমাবেশে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান বলেন, পানামা পেপারস ফাঁসের বিষয়ে কথা না বলে নওয়াজ শরীফ জাতির কাছে নির্যাতনের কাহিনী বর্ণনা করছেন।

ইমরান খান বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশ ও জাতির জন্য কাজ করায় সংকট শুরুর কয়েক ঘণ্টার মধ্যে দেশের জনগণ তার পাশে দাড়িয়েছে। নিজ দেশে সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে উল্টো চিত্র দেখা দেবে মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তানে সেনাবাহিনী ক্ষমতা ছিনিয়ে নিলে জনগণ মিষ্টি বিতরণ করে উদযাপন করবে।

পাকিস্তানের এই রাজনীতিবিদ আরো বলেন, সেনাবাহিনী ক্ষমতা নিলে জনগণ উল্লাস করবে। এখানে নওয়াজ শরীফের রাজতন্ত্রের কারণে গণতন্ত্র বিপন্ন, সেনাবাহিনীর দ্বারা নয়। পাকিস্তানের জনগণ গণতন্ত্রের নামে লুটপাটের শিকার হয়েছে। গত তিন বছরে নওয়াজ শরীফ ৬ হাজার বিলিয়ন পাকিস্তানি রুপি ঋণ নিয়েছেন।

১৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে