আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি মডেল কান্দিল বালোচের মৃত্যু ঘিরে একদিকে যখন বিতর্কের পারদ চড়ছে, তখনই অনার কিলিং-এর ঘটনা ঘটলো ভারতেও৷ নিজের ও পরিবারের সম্মানের কথা ভেবে কান্দিলকে যেমন গলা টিপে হত্যা করেছিল তার ভাই, ঠিক একইভাবে ভারতেও শ্বাসরোধ করে ১৯ বছরের মেয়েকে হত্যা করল মা৷
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে৷ ৪৫ বছরের মুক্তাবাঈ জানতে পারে তার কুমারী মেয়ে সন্তানসম্ভবা৷ পরিবারের সম্মানের কথা ভেবে মেয়েকে গর্ভপাতের পরামর্শ দিয়েছিল, কিন্তু মেয়ে কিছুতেই রাজি হয়নি৷ ফলে পরিবারের সম্মান নিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিল মুক্তাবাঈ৷
প্রতিবেশীদের কাছে মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর যাতে না পৌঁছায়, তা নিশ্চিত করতেই পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মিলে মেয়েকে খুন করার পরিকল্পনা করেছিল সে৷ দুদিন আগে ওই তরুণীর গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়৷ পরে দেহ লোপাটেরও চেষ্টা করা হয়৷ কিন্তু শেষ মুহূর্তে পুলিশের হাতে ধরা পড়ে যায় গোটা পরিবার৷
প্রথমে নিজের দোষ স্বীকার না করতে চাইলেও পুলিশের জেরায় ভেঙে পড়ে মুক্তাবাঈ৷ স্বীকার করে নেই পরিবারের সম্মান রক্ষার্থেই মেয়েকে খুন করা হয়েছে৷ শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে৷ তার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে৷
১৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস