সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ১২:৫৫:৪৪

কাঁদলেন এরদোগান

কাঁদলেন এরদোগান

আন্তর্জাতিক : তুরস্কে একটি ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর এর সাথে জড়িতদের ভাইরাস বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি দেশ থেকে এই ভাইরাস সমূলে উৎপাটনের কথা বলেছেন।

দরকার হলে জড়িত সেনা কর্মকর্তাদের জন্য এমনকি মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনারও ইঙ্গিত দিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট। তিনি বলেছেন পার্লামেন্টে মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে।

দেশটির রাজপথে বিক্ষোভকারীরাও মৃত্যুদণ্ড পুনরায় চালুর দাবি করেছেন। অভ্যুত্থান চেষ্টার সময় সংঘর্ষে নিহতদের নামাজে জানাযায় অংশ নিয়ে কথা বলার সময় কেঁদে ফেলেন প্রেসিডেন্ট এরদোগান।

তুরস্কে শুক্রবার ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে প্রায় ৬ হাজার লোককে আটক করা হয়েছে। সূত্র: বিবিসি
১৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে