সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ০৪:০৫:১৫

স্বামী পেশ ইমাম, দাড়ি না কামালে স্ত্রীর আত্মহত্যার হুমকি!

স্বামী পেশ ইমাম, দাড়ি না কামালে স্ত্রীর আত্মহত্যার হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক : স্বামী দাড়ি না কামালে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন এক স্ত্রী।  ভারতের উত্তরপ্রদেশের মীরুত শহরের এক নারী তার স্বামীকে এ হুমকি দেন।

স্ত্রীর এমন হুমকিতে বিপদে পড়েছেন স্বামী আরশাদ বদরুদ্দিন (৩৬), যিনি পেশায় স্থানীয় একটি মসজিদের পেশ ইমাম।

স্ত্রীর এ হুমকির কথা জানিয়ে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করেছেন তিনি।  ঘটনার তদন্ত করার জন্য একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বরাবর অভিযোগটি ফরোয়ার্ড করা হয়েছে।  

এ খবর দিয়েছে টাইমস নিউজ নেটওয়ার্ক।

উত্তর প্রদেশের হাপুর এলাকার পিলখুয়া শহরের বাসিন্দা শাহানাকে (৩৩) ২০০১ সালে বিয়ে করেন আরশাদ বদরুদ্দিন।  বিয়ের পর থেকেই স্ত্রী তাকে দাড়ি কামানোর দাবি করে আসছেন।

এবার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে স্বামী কথা না শুনলে আত্মহত্যার হুমকি দিয়ে বসেন তিনি।  এ দম্পতির চারটি সন্তান রয়েছে।

অভিযোগে আরশাদ বদরুদ্দিন জানান, আমি একজন পেশ ইমাম এবং ইসলামের প্রকৃত অনুসারী।  ২০০১ সালে শাহানার সঙ্গে বিয়ে হয়।  বিয়ের পরপরই স্ত্রী দাবি করে আসছে দাড়ি কেটে ফেলতে।

তিনি জানান, তার কারণ স্ত্রীর বলিউডের ক্লিন শেভড অভিনেতা সালমান খান ও শাহরুখ খানকে ভালোলাগে।  সে একটা স্মার্টফোনও কিনেছে এবং দিনরাত পরপুরুষের সঙ্গে কথা বলে।

পেশ ইমামের অভিযোগ প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিনেশ চন্দ্র বলেন, বিষয়টি তদন্তের জন্য তার একটা অনুলিপি সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ'র কাছে পাঠিয়েছি।
১৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে