সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ০৪:৪৮:২৭

এবার কাজাখস্তানে থানায় জঙ্গি হামলা, মৃত চার

এবার কাজাখস্তানে থানায় জঙ্গি হামলা, মৃত চার

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানের সবচেয়ে বড়ো শহর আলমাতিতে একটি পুলিশ স্টেশনে জঙ্গি হামলা৷ তিন পুলিশকর্মী ও এক সাধারন মানুষসহ মৃত্যু চার এবং আহত হয়েছেন অনেকে৷ কাজাখস্তানের প্রশাসন সূত্রে খবর, হামলাকারীদের একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থল থেকে দশ রাউন্ডগুলির শব্দ শুনতে পাওয়া গিয়েছে৷

জানা গিয়েছে, কালো পোশাক পরা একটি লোক পুলিশের থানা লক্ষ্য করেগুলি চালাতে থাকে৷ এরপর থানার পূর্বদিকে ছুটে চলে যায়৷ আশঙ্কাজনক অবস্থায় পাঁচ জন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে৷ ইতিমধ্যেই পুলিশের সদর দফতর ও ন্যাশনাল সিকিউরিটি কমিটির সামনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা৷

পুরো দেশ জুড়ে জারি হয়েছে রেড এলার্ট৷ জনগনকে বলা হয়েছে যে কোনো প্রকারের সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেলে পুলিশকে জানানোর জন্য। গত মাসেই কাজাখস্তানে দুটি বন্দুকের দোকানে হামলা ও লুঠ চালানো হয়েছিল৷ দেশের পূর্বদিকের শহর আকতোবের একটি সেনাবাহিনীর ছাউনিতে হামলা চালিয়েছিল একদল আততায়ী৷
১৮ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে