সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ০৫:২৮:৪৩

'এর্দোগানের বিমানে কেন গুলি করা হয়নি, তা এক রহস্য'

'এর্দোগানের বিমানে কেন গুলি করা হয়নি, তা এক রহস্য'

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানকে বহনকারী বিমানটি আটক করতে চেয়েছিল অভ্যুত্থানকারীদের অন্তত দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান। রয়টার্সের বরাত দিয়ে প্রেস টিভি এ খবর দিয়েছে।

অভ্যুত্থান চলাকালে এর্দোগান যখন মারমারিস অবকাশ কেন্দ্র থেকে বিমানে করে ইস্তাম্বুলে আসছিলেন তখন অভ্যুত্থানকারীদের অন্তত দু'টি বিমান তাদের পিছু নিয়েছিল বলে তুরস্কের একজন সাবেক সামরিক কর্মকর্তার বরাত দেয়া হয়েছে সেই প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর্দোগানের বিমানকেও দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু অভ্যুত্থানকারীদের বিমানগুলো এর্দোগানকে বহনকারী বিমানের রাডার ব্যবস্থা অচল করে দিতে সক্ষম হয়। অভ্যুত্থানকারীরা এর্দোগানের বিমানকে আটক করতে চেয়েছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে।

তুরস্কের সাবেক সামরিক কর্মকর্তা বলেছেন, অভ্যুত্থানকারীদের বিমান থেকে কেন গুলি ছোড়া হয়নি তা এখনো তার কাছে রহস্য হিসেবেই রয়ে গেছে। সেই প্রতিবেদনে সাক্ষাৎকারদাতা সামরিক কর্মকর্তার নাম প্রকাশ করেনি।

আকাশে এর্দোগানের বিমান সমস্যায় পড়েছিল বলে তুরস্কের একটি সরকারি সূত্র থেকেও দাবি করা হয়েছে।
১৮ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে