আন্তর্জাতিক ডেস্ক : আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দেন এক তরুণী। তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান আরো পাঁচজন। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল রোববার চীনের হেনসা প্রদেশে ডানহুয়াং শহরে।
ডানহুয়াং শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, গতকাল রোববার ১৯ বছর বয়সী ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। এরপর তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন তার চার সহকর্মী। তাতে সফলও হন।
তবে সেই সফলতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওই তরুণী আবার নদীতে ঝাঁপ দেন। এরপর তার চার সহকর্মী তাকে বাঁচাতে আবারো নদীতে ঝাঁপ দেন। কি
কিন্তু এবার তারা উদ্ধার করতে পারেননি তাকে। ওই তরুণীর সঙ্গে নিজেরাও ডুবে মারা যান। এ সময় তাদের বাঁচাতে এক পথচারীও নদীতে ঝাঁপ দেন। তারও শেষ রক্ষা হয়নি। তলিয়ে যান পানিতে।
১৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম