মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ০১:১৮:৫৬

ইস্তাম্বুলের ডেপুটি মেয়রকে গুলি করে হত্যা

ইস্তাম্বুলের ডেপুটি মেয়রকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরের ডেপুটি মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার ডেপুটি মেয়রের অফিসে ঢুকে অজ্ঞাতনামা এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়লে মাথায় গুলিবিদ্ধ হন মেয়র।

পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে তুরস্কে সেনা অভ্যুত্থান ষড়যন্ত্রের দায় স্বীকার করেছেন বিমান বাহিনীর সাবেক প্রধান জেনারেল একিন ওজতুর্ক।  দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

আনাদোলুতে ওজতুর্কের স্বীকারোক্তি উদ্ধৃত করে বলা হয়েছে, ‘অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা’ করেন তিনি। গ্রেপ্তারের পর জিজ্ঞাবাদের সময় তিনি অভ্যুত্থান ষড়যন্ত্রের কথা স্বীকার করেন।

আনাদোলুতে ওজতুর্কের যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, তার মাথা ও শরীরের উপরের অংশে কিছু ক্ষত চিহ্ন রয়েছে।

শুক্রবার তুরস্কে অভ্যুত্থান চেষ্টা করে সামরিক বাহিনীর দলছুট একটি অংশ।  কিন্তু তা ব্যর্থ হয়। অভ্যুত্থান চেষ্টা চলাকালে মোট ২৬৫ জন নিহত হয়। আহত হয় প্রায় দেড় হাজার মানুষ।

শনিবার অভ্যুত্থান চেষ্টা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পর দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। বিচার বিভাগ ও পুলিশ বিভাগের কয়েক হাজার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ৯ হাজার কর্মকর্তাকে।

তুরস্ক সরকার এ অভ্যুত্থান চেষ্টার জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে।  গুলেন এ অভিযোগ প্রত্যাখ্যান করে এরদোয়ানের বিরুদ্ধে ‘অভ্যুত্থান নাটক সাজানোর’ পাল্টা অভিযোগ তোলেন।

১৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে