মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ০৫:০৬:১৬

গায়ে আগুন লাগিয়ে ঘুমন্ত স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী!

গায়ে আগুন লাগিয়ে ঘুমন্ত স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : পারিবারিক অশান্তির জেরে নিজের গায়ে আগুন ধরিয়ে ঘুমন্ত স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী। আর তাতেই অবশেষে স্ত্রী পম্পা বর্মণ(২৭) ও তার স্বামী গোপেশ্বর বর্মণ(৩৪) উভয়েরই মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার বাদামাইল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরেই পম্পা বর্মন নিজের গায়ে আগুন ধরিয়ে ছিলেন। জ্বলন্ত অবস্থায় সে বিছানায় ঘুমন্ত স্বামীকে জড়িয়ে ধরেন। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা সহ বাড়ির অন্যান্যরা ছুটে এসে দুই জনকেই অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান।

এরপর হাসপাতালে রাতেই মৃত্যু হয়েছে পম্পা বর্মনের। তার কয়েক ঘন্টা পরেই মৃত্যু হয়েছে গোপেশ্বর বর্মনের। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

১৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে