আন্তর্জাতিক ডেস্ক : গণতন্ত্র সমুন্নত রাখা এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা দেখানোর নামে সামরিক জোট ন্যাটো থেকে তুরস্কের সদস্যপদ কেড়ে নেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, অভ্যুত্থান প্রচেষ্টার পর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে না পারলে তুরস্ক ন্যাটোর ‘গণতন্ত্র বিষয়ক শর্ত’ পূরণে ব্যর্থ হবে।
ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্ক সরকার বিদ্রোহী সেনাদের মৃত্যুদণ্ডের বিধান পাসের ইঙ্গিত দেয়ার পর ওই হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভ্যুত্থান পরিকল্পনাকারীদের ‘ক্যান্সার’ অভিহিত করে পাবলিক প্রতিষ্ঠানগুলো থেকে সেই ভাইরাস নির্মূল করার ঘোষণা দিলে তা নিয়ে শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র জানান, এরদোগান সরকারের কঠোর পদক্ষেপ ন্যাটোতে তুরস্কের সদস্যপদকে সংশয়ে ফেলবে কিনা তা এত দ্রুত বলা সম্ভব নয়। তবে কেরি স্পষ্টই বলে দিয়েছেন, ‘গণতন্ত্র রক্ষা ও ভিন্নমতে সহনশীল থাকা’ ন্যাটোর পাঁচ মূলনীতির অন্যতম।
১৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম