মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ০১:৪৭:১৩

অভ্যুত্থানকারীদের কড়া শাস্তির বিষয়ে যা বললেন প্রেসিডেন্ট এরদোগান

অভ্যুত্থানকারীদের কড়া শাস্তির বিষয়ে যা বললেন প্রেসিডেন্ট এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান বলেছেন, তুরস্কের জনগণ চাইলে এবং পার্লামেন্ট প্রয়োজনীয় আইনি ব্যবস্থা অনুমোদন করলে তিনি দেশটিতে মৃত্যুদণ্ড পুনর্বহাল করবেন।

মঙ্গলবার সকালে ইস্তাম্বুলে নিজ বাসভবনের সামনে হাজারো সমর্থকের সামনে কথা বলেন এরদোগান। এ সময় তার সমর্থকরা তুরস্কে মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহালের দাবি জানায়।

এ সময় এরদোগান বলেন, ‘আজ আমেরিকায় কি মৃত্যুদণ্ড নেই? কিংবা রাশিয়ায়, চীনে? এবং বিশ্বের অন্যান্য দেশে? শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কোনো মৃত্যুদণ্ড নেই।’

তিনি আরো বলেন, ‘তুরস্ক আইন দ্বারা পরিচালিত একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে জনগণ যা চায়, সেই দাবিকে আপনি উপেক্ষা করতে পারেন না।’

মৃত্যুদণ্ড পুনর্বহালের বিষয়ে আলোচনা করতে আগামীকাল বুধবার তুরস্কে পার্লামেন্ট বসতে যাচ্ছে।

তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, তুরস্ক যদি মৃত্যুদণ্ড পুনর্বহাল করে তবে ইইউতে যোগ দেওয়ার তাদের দীর্ঘদিনের আলোচনা শেষ হয়ে যাবে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্রাপ্তির উদ্দেশ্যে ২০০৪ সালে মৃত্যুদণ্ড বিলুপ্ত করে তুরস্ক।
১৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে