মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ০৬:২৪:১১

গৃহযুদ্ধের মুখে ইসরাইল : হেরজগ

গৃহযুদ্ধের মুখে ইসরাইল : হেরজগ

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল গৃহযুদ্ধের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন সেখানকার বিরোধী নেতা ইসাক হেরজগ। তিনি বলেছেন, ডানপন্থি রাজনীতিকরা ইসরাইলের ভেতরে ঘৃণা ও বর্ণবাদ ছড়িয়ে দিচ্ছেন যার কারণে গৃহযুদ্ধের আশংকা বাড়ছে।

হেরজগ বলেছেন, “ঘৃণা, বর্ণবাদ, অন্ধকার এবং বেড়ে চলা হত্যাকাণ্ড ও গুপ্তহত্যার কারণে আমরা গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি।” তিনি বলেন, ইহুদি সামরিক রাবাইরা নারীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন; তেমনি করে ইহুদিদের বিভিন্ন গ্রুপের মধ্যে নানা রকমের ঘৃণা ও বিদ্বষ ছড়ানো হচ্ছে।

৫৬ বছর বয়সী লেবার পার্টির চেয়ারম্যান হেরজগ আরো বলেন, এ ধরনের ঘৃণা, বিদ্বেষ ও বর্ণবাদী চিন্তা ছড়িয়ে পড়ার সুযোগ নিচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। তিনি পরিষ্কার করে বলেছেন, “ঘৃণা-বিদ্বেষের এই বীজ বপন করা হয়েছে যা ইসরাইলকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে। প্রশাসনের ছত্রচ্ছায়ায় এ হিংসা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ক্ষমতাসীনরা এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নীরব রয়েছেন।”
১৯ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে