আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের কাছে একটি পর্যটক ভর্তি বাসে আগুন লেগে মারা গেলেন ২৬ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে তাইওয়ানের ২ নম্বর জাতীয় সড়কে। বাসটি চীনের যাত্রীদের নিয়ে বিমান বন্দরের পথে যাচ্ছিল। যাত্রীরা সেখান থেকে চীনের একটি বিমান ধরবার কথা ছিল। তার আগেই রাস্তায় ঘটে দুর্ঘটনা।
চীনের এক সংবাদপত্রের মতে বাসের মধ্যে ছিলেন ২৪ জন পর্যটক। তারা সবাই মূল চীনের লিয়াওনিং প্রদেশের বাসিন্দা ছিলেন। তাদের কেউই জ্বলন্ত বাস থেকে বাইরে বেরোতে পারেনি। মৃতদের বাকি দু জন হলো বাসের চালক ও ট্যুর গাইড। একটি সূত্রের খবর অনুযায়ী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পেলভেটে ধাক্কা লাগার পরেই আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি।
১৯ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই