আন্তর্জাতিক ডেস্ক : বয়স তার প্রায় ১০০ বছর। স্ত্রী মারা গেছেন পাঁচ বছর আগে। এখন নিজের মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছেন।
স্ত্রীর পাশেই বাঁধানো কবর প্রস্তুত করে রেখেছেন। নাম, জন্ম তারিখ সব লেখা হয়ে গেছে। ছেলে নাতিপুতিদের বলে রেখেছেন, মরে যাওয়ার পর মৃত্যু তারিখ যেন শুধু বসিয়ে দেয়া হয়। নিয়মিত কবরের পরিচর্যা করাই এখন তার দৈনন্দিন কাজ।
এভাবেই সব প্রস্তুতি সম্পন্ন করে মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছেন ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডি জেলার দোরিয়া গ্রামের বদন আনসারি। স্ত্রী অকলি বিবি মারা গেছেন ২০১০ সালে।
বদন বলেন, স্ত্রী যখন বেঁচেছিল তখন যে তার সঙ্গে সব সময় প্রেম ভালোবাসা ছিল সেটা নয়। বরং অনেক বিষয়ে ঝগড়াও হতো। কিন্তু স্ত্রী চলে যাওয়ার পর বুঝতে পারছেন- তাকে ছাড়া তিনি যে খুব একা!
তাই মৃত্যুর পরেও আর একা থাকতে চান না তিনি। বাড়ির কাছেই নিজেদের বাগানে স্ত্রীর কবরের পাশেই নিজের কবর বাঁধিয়ে রেখেছেন।
নিজের কিছু জমিজমাও আছে। এখন দুই ছেলে সুকুর ও জুমরাতি সেই জমিতে চাষাবাদ করেন। বদন এখনো শক্ত সামর্থ্য হলেও তাকে মাঠে যেতে দেন না ছেলেরা। তাই সারাদিন কাটে কবরের যত্নআত্তি করে। ছেলে দুটোর বয়সও ৬০ পেরিয়েছে।
১৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম