আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির ট্রেন হামলার সাথে আইএসের যোগাযোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ হামলাকারীর ওসেনফুর্টের বাড়িতে হানা দিয়ে হামলাকারীর হাতে আঁকা আইএসআইএসের পতাকা খুঁজে পায়। গত কয়েক মাস ধরে ওসেনফুর্টে এক জার্মান পরিবারের বাড়িতে আশ্রিত হিসাবে থাকছিল ওই জঙ্গি৷
হামলাকারীর বাড়ি থেকে আইএসের পতাকা খুঁজে পাওয়ার পর পুলিশ আরো গভীরে তদন্ত শুরু করেছে। তাদের সন্দেহ হয় কেউ ওই যুবককে প্ররোচিত করেছে অথবা অনলাইনে আইএসের ভিডিও দেখে সে নিজে প্ররোচিত হয়েছে। সোমবার এক ১৭ বছরের আফগান তরুণ জার্মানির বাভারিয়ার একটি ট্রেনে কুড়ুল ও ছুরি দিয়ে হামলা চালায়।
এক প্রত্যক্ষদর্শী জানায়, ওই যুবক 'আল্লাহু আকবার' বলে চেঁচিয়ে যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনায় মারাত্মকভাবে আহত হন চারজন। হামলার পর পালাতে গেলে পুলিশের গুলিতে নিহত হয় সেই জঙ্গি।
প্রসঙ্গত, গতবছরেই ওই যুবক শরণার্থী হিসাবে আফগানিস্তান থেকে জার্মানিতে এসেছিল। পুলিশ জানিয়েছে একা একাই সে এসে পড়ে সেদেশে। থাকবার জন্য সে অনাথ আশ্রমের খোঁজ চালাচ্ছিল।
১৯ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই