আন্তর্জাতিক ডেস্ক : স্বামী কালো, তাই পুড়িয়ে মারলেন সুন্দরী বউ। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভিন্দের মাধবগঞ্জে।
পুলিশ বলছে, চামেলি নামে ওই মহিলার শ্বশুরবাড়িতেই স্বামী জগরামের গায়ে আগুন লাগিয়ে দেন তিনি। স্বামীর গায়ের রং কালো বলে মানিয়ে চলতে পারছিলেন না তিনি।
জানা গেছে, চামেলির স্বামী সামান্য রাজমিস্ত্রির কাজ করতেন। মঙ্গলবার সারাদিন পরিশ্রমের পর রাতে জগরাম বেঘোরে ঘুমাচ্ছিলেন। এ অবস্থায় তাকে খাটের সঙ্গে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বউ।
অগ্নিদগ্ধ স্বামীকে ফেলে পালিয়ে যান তিনি। প্রতিবেশীরা এসে জগরামকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
পরে চামেলিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন তিনি।
জগরামের বোন গিরিজা দেবীকে উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, চামেলি ভোগবিলাসের জিনিস ও প্রসাধনী চাইতেন তার ভাইয়ের কাছে। তার চালচলনও ভালো না। তার চাহিদা পূরণ করার সাধ্য ছিল না স্বামী জগরামের।
১৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম