মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ০৮:৫৬:৫৪

পারভেজ মুশাররফের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ

পারভেজ মুশাররফের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মুশাররফের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার শুনানির সময় আদালত এ নির্দেশ দেয়।

রাজধানী ইসলামাবাদের বিশেষ আদালতে শুনানিতে সশরীরে উপস্থিত না হওয়ায় তিন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদেশে বলা হয়েছে-জেনারেল মুশাররফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বেঞ্চের সভাপতি ছিলেন বিচারপতি মাজহার আলম মিয়ানখেল। জেনারেল মুশাররফ আত্মসমর্পণ কিংবা তাকে আটক না করা পর্যন্ত আদালতের কার্যক্রম মূলতবি ঘোষণা করেন তিনি।

মিয়ানখেল বলেন, আইন অনুযায়ী এ ধরনের মামলা আসামীর অনুপস্থিতিতে চলতে পারে না। মুশাররফের আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল অসুস্থ এবং তার পক্ষে আদালতে হাজিরা দেয়া সম্ভব নয়। গত ১৮ মার্চ মুশাররফ চিকিৎসার নামে দুবাই চলে গেছেন। এর আগে তার ওপর থেকে দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল।-প্যারিস ট্যুডে
১৯ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে