আন্তর্জাতিক ডেস্ক : ফের জঙ্গি হামলার আতঙ্ক ফ্রান্সে। এবার দক্ষিণ ফ্রান্সের বলিন শহরে এক আততায়ীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শহরের ফরমুলা ওয়ান হোটেলে ওই আততায়ী লুকিয়ে রয়েছে বলে খবর। তার কাছে ধারালো অস্ত্রের পাশাপাশি বিস্ফোরক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। হোটেলটিকে ঘিরে রাখা হয়েছে। স্থানীয় পুলিশের তরফে ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত বলে মনে করা হচ্ছে। কিন্তু, আততায়ীর উদ্দেশ্য স্পষ্ট না হওয়ায় সতর্ক রয়েছেন পুলিশ কর্মকর্তারা। ওই হোটেলের চারপাশে অবস্থিত অন্য হোটেলগুলিকে খালি করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বোমা স্কোয়্যাড। আততায়ীর সঙ্গে কথা বলতে মধ্যস্থতাকারীকে আনা হচ্ছে।
গত বছর নভেম্বর আইএস জঙ্গি হানায় ফ্রান্সে কমপক্ষে ১৩০ জনের মৃত্যু হয়। চলতি মাসে ফ্রান্সের নিস শহরে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ৮৪ জন। এই ঘটনারও দায় স্বীকার করে আইএস। এরপর থেকেই চূড়ান্ত সতর্কতার মধ্যে রয়েছে ফ্রান্স।
২০ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস