আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে মা ও তার তিন মেয়েকে কুপিয়ে আহত করেছে এক দুর্বৃত্ত। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দক্ষিণ ফ্রান্সের বলিন শহরে গ্রাড-কলম্বের এক রিসোর্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মরক্কোয় জন্ম নেওয়া ৩৯ বছর বয়সী ওই হামলাকারীর বাড়ি রাজধানী প্যারিসে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ছুটি কাটাতে পরিবারটি ওই রিসোর্টে গিয়েছে। সেখানে হামলাকারী তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে আট বছর বয়সী এক কিশোরীর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সে ফুসফুসে আঘাত পেয়েছে। আহত মায়ের বয়স ৪৬ ও অন্য দুই মেয়ের বয়স ১২ ও ১৪ বছর। মা ও অপর দুই মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
রিসোর্ট সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মেয়েদের গায়ে অল্প পোশাক ছিল বিধায় হামলা চালিয়েছেন ওই দুর্বৃত্ত।
২০ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস