আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর নৌবাহিনীর ১৪টি রণতরীর সন্ধান পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত ওই ষড়যন্ত্রে জড়িত এক অ্যাডমিরালের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, যার খোঁজ মিলছে না। আশঙ্কা করা হচ্ছে, অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ওই অ্যাডমিরাল আরো কয়েকজন নৌবাহিনী কর্মকর্তাকে নিয়ে সাগরে পালিয়ে গেছেন।
তুর্কি সরকার অবশ্য তাদের কোনো নৌযান, বিমান বা ট্যাংক খোয়া যাওয়ার কথা স্বীকার করেনি। তাদের মতে, তাদের সব যান যথাযথভাবেই রয়েছে।
মঙ্গলবার দি টাইমস পত্রিকার খবরে বলা হয়, নৌকমান্ডাররা ১৪টি জাহাজ নিয়ে পালিয়ে গেছেন। এতে আরো বলা হয়, শুক্রবারের অভ্যুত্থানচেষ্টার পর তুর্কি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল ভেসেল কোসেলের কোনো খবর পাওয়া যাচ্ছে না। অনেকে তাকে এই অভ্যুত্থানচেষ্টার অন্যতম হোতা হিসেবে অভিহিত করছে। তবে এর সত্যতা যাচাই করা যাচ্ছে না।
তবে প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম ক্যালিন মঙ্গলবার বিকেলে তাদের কোনো নৌযান, বিমান, ট্যাংক খোয়া যাওয়ার খবর অস্বীকার করেছেন। তবে কয়েকজন বিদ্রোহী সৈন্য পালিয়ে আছেন, তা তিনি স্বীকার করেন।
টাইমসের খবরে বলা হয়, হারিয়ে যাওয়া নৌযানগুলোর মধ্যে অন্তত একটি ফ্রিগেট রয়েছে। এসব রণতরী অ্যাজিয়ান বা কৃষ্ণসাগরে টহলে ছিল।
২০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম