আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান বিমানকে গুলি করে ভূপাতিতকারী এফ-১৬ জঙ্গি বিমানের সেই দুই পাইলট তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল। ইতোমধ্যে তাদের গ্রেফতারও করা হয়েছে।
গত সোমবার তুরস্কের সরকারি একজন কর্মকর্তা এ তথ্য প্রকাশ করেন। সিরিয়া সীমান্তে রাশিয়ান জঙ্গি বিমান ভূপাতিত করার পর তুরস্কের সাথে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। অবশ্য গত মাসে এ দুই রাষ্ট্র আবারো সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে একমত হয়েছে।
তুরস্কের এক কর্মকর্তা সেখানকার সাংবাদিকদের জানিয়েছেন, যে দু’জন পাইলট গত বছরের নভেম্বরে রাশিয়ান সু-২৪ ভূ-পাতিত করেছিলেন তারা এখন আদালতের কাঠগড়ায়। তারা ব্যর্থ অভ্যুত্থানের সাথে জড়িত। পরে তুরস্কের বিচারমন্ত্রী বেকির বুজডাগ খবরটি নিশ্চিত করেন।
তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান সম্পর্কে রুশ প্রেসিডেন্ট পুটিন এটাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করেন এবং দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন। প্রেসিডেন্ট এরদোগান ও প্রেসিডেন্ট পুতিন সম্পর্ক উন্নতির জন্য আগস্টের প্রথম সপ্তাহে আবারো মুখোমুখি সাক্ষাৎ করবেন। সূত্র : হুরিয়াত ডেইলি নিউজ
২০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম