বুধবার, ২০ জুলাই, ২০১৬, ১০:০০:৫৩

পশ্চিমা ফ্যাশন নিয়ে আতঙ্কে ইরানের সরকারি গণমাধ্যম

পশ্চিমা ফ্যাশন নিয়ে আতঙ্কে ইরানের সরকারি গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক : পোশাকের ওপর ইংরেজি শব্দ লেখার পশ্চিমা ফ্যাশনের বিরুদ্ধে ইরানের সরকারি গণমাধ্যমে প্রবল সমালোচনা শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল টু-তে সম্প্রতি একটি রিপোর্ট প্রচারিত হয়েছে যেখানে এ ধরনের ফ্যাশনকে নোংরা, ধর্মবিরোধী এবং শয়তান-পূজারি বলে বর্ণনা করা হয়েছে।

এই রিপোর্টে এমন সব লোককে তুলে ধরা হয়েছে যাদের পোশাকে ইংরেজিতে নানা ধরনের শব্দ -- ‘love’ কিংবা ‘no rules’ লেখা রয়েছে।

একজনের পোশাকে লেখা রয়েছে ‘Friday Night’। আর টেলিভিশনের ঐ রিপোর্টে পোশাকে এধরনের শব্দ ব্যবহারের নিন্দা জানানো হয়েছে।

ব্রিটেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি স্লোগান হচ্ছে ‘Keep calm and carry on’ যার বাংলা অর্থ: শান্ত থাকুন এবং নিজের কাজ চালিয়ে যান।

আজকাল ফ্যাশন দুনিয়াতেও এই স্লোগানটিকে নানাভাবে ব্যবহার করা হয়। এমনি একটি স্লোগান হচ্ছে: ‘Keep calm and I’m Queen’।

কিন্তু ইরানী টেলিভিশনের রিপোর্টে এর ভিন্ন ব্যাখ্যা করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মেয়েলি ধাঁচের ছেলেদের কুইন বলে ডাকা হয়। তাই এই স্লোগানটি শোভন নয়।

ইরানের ব্যবসায়ীরা সরকারি গণমাধ্যমের এই আচরণে অবাক হয়েছেন। এধরনের পোশাক ব্যবহারের পক্ষে-বিপক্ষে দুধরনের মত যেমন ব্যবসায়ীদের মধ্যে রয়েছে, তেমনি রয়েছে খদ্দেরদের মধ্যেও। সূত্র: বিবিসি
২০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে