আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প এর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
মনোনয়ন চূড়ান্তের জন্য প্রয়োজন ছিলো ১হাজার ২৩৭ জন প্রতিনিধি’র সমর্থন। সেখানে ১ হাজার ৭৩৪জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ পেয়েছেন ৪শ ৮৪ প্রতিনিধির সমর্থন।
প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে ১৩ মাস লড়াইয়ের পর নিজ দল রিপাবলিকান পার্টির হয়ে হোয়াইট হাউজে ঢোকার পথ প্রশস্ত করলেন রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প।
বেফাঁস মন্তব্য করে বরাবরই আলোচিত ডোনাল্ড ট্রাম্প। অযোগ্য ও অথর্ব মানুষ পৃথিবীর সব চেয়ে ক্ষমতাধর পদটি পেতে লড়াই করতে যাচ্ছেন, ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনের এমন মন্তব্যের মুখেও পড়তে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে।
২০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস