বুধবার, ২০ জুলাই, ২০১৬, ১২:৩৫:৫৬

এরদোগানকে ফোন করলেন ওবামা

এরদোগানকে ফোন করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিণ প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে ফোন করেছেন। মূল পরিকল্পনাকারী হিসেবে দুই নেতাকে সেনা অভ্যুত্থানের জন্য দায়ী করেন প্রেসিডেন্ট এরদোগান ও প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

তাদের মধ্যে ফেতুল্লা গুলেন আমেরিকায় রয়েছেন। তাকে দেশে গুলেনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয় ওবামা ও এরদোগানের মধ্যে। মঙ্গলবার তাদের মধ্যে ফোনালাপ হয়। হোয়াইট হাউস মুখপাত্র জোস আর্নেস্ট জানান, অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন ফেতুল্লা গুলেনকে তুরস্কে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন তারা।

আর্নেস্ট বলেন, অভ্যুত্থানে গুলেনের জরিত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ আমেরিকার সরকারের কাছে পাঠিয়েছে তুরস্ক সরকার। ওবামার সরকার এটি পর্যবেক্ষণ করে দেখছে।

তিনি জানান, গুলেনের বিষয়ে পর্যবেক্ষণ করা শেষে দুই দেশের মধ্যে চুক্তির মাধ্যমেই ফেতুল্লা গুলেনকে দেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আর্নেস্ট জানান, এ সময় তুরস্ককে সব ধরনের সহযোগিতারও কথা বলেন ওবামা।  
২০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে