বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৪:৫২:৩৬

বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা ইন্দোনেশিয়ায়

বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : যে কোনো মুহূর্তে বড়সড় জঙ্গি হামলা হতে পারে ইন্দোনেশিয়ায়। হামলার আশঙ্কায় সতর্ক করে দেয়া হয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনীকে। দেশের সবথেকে বড় জঙ্গি নেতা সান্তোসো নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে নিহত যায়। পুলিশ সূত্রে খবর সান্তোসোর সাথে নিহত হয়েছে তার অন্যতম এক সঙ্গী। এরই প্রতিশোধ নিতে হতে পারে পালটা হামলা।  সান্তোসোর সঙ্গে আইএসের নিবিড় সম্পর্ক ছিল।

চলতি সপ্তাহের শুরুতেই ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয় এই আইএস ঘনিষ্ঠ জঙ্গি। মনে করা হচ্ছে এই জঙ্গিকে শেষ করে স্বস্তির নিঃশ্বাস নয় বরং আরো চাপ বাড়ল বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে সুলাওয়েসি দ্বীপের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে।

গত ১৫ বছর ধরে ইন্দোনেশিয়াতে একের পর এক হামলা চালিয়ে গেছে সান্তোসের দল মুজাহিদিন ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো জঙ্গি নেতা সান্তোসোকে ধরার বিশেষ উদ্যোগ নেন। সেই উদ্যোগ সফল হলেও এবার নাশকতার মোকাবিলায় চ্যালেঞ্জের মুখে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বাহিনী।
২০ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে