বুধবার, ২০ জুলাই, ২০১৬, ১০:০২:৪২

ফের দার্জিলিংয়ে পাহাড় ধস, মৃত একই পরিবারের ৩

ফের দার্জিলিংয়ে পাহাড় ধস, মৃত একই পরিবারের ৩

আন্তর্জাতিক ডেস্ক : টানা বৃষ্টিতে ফের ধস নেমেছে পাহাড়ে৷ ধসের কারণে পাহাড় থেকে আছড়ে পড়া পাথর চাপা পড়ে মৃত্যু হলো একই পরিবারের তিনজনের৷ বুধবার ভোরে এই ঘটনা ঘটে দার্জিলিংয়ের লোধোমা ২ নম্বর পঞ্চায়েত এলাকায়৷

রাত থেকে প্রবল বর্ষণ চলছিল পাহাড়ের বিভিন্ন এলাকায়৷ গভীর রাতে হঠাৎ ধস নামে৷ তা প্রবল বেগে এসে পড়ে এক বাড়ির উপরে৷ কার্যত ধ্বংস হয়ে যায় গোটা বাড়ি৷ দার্জিলিংয়ের রিম্বিক লোদামায় বুধবারের ধসের কারণে মনকুমার লিম্বু (৩৩), প্রেমকিত লিম্বু (২৫) ও অনীশ লিম্বু (৮)-এর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলা প্রশাসক অনুরাগ শ্রীবাস্তব৷

মর্মান্তিক এই ঘটনায় দার্জিলিংবাসীর মনে ফিরে এসেছে এক বছর আগের ভয়াবহ ধসের স্মৃতি৷ গত বছর বর্ষায় ধসের কারণে দার্জিলিং পাহাড়ে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়৷ তবে এবারে ধস মোকাবিলায় আগাম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন৷ বৃহস্পতিবার পাহাড়ে পৌঁছচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ৷ ধস মোকাবিলায় প্রশিক্ষণ দেবে তারা৷
২০ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে