আন্তর্জাতিক ডেস্ক : তিনি কি নিদ্রা গেলেন তুমুল ঝড়েও! গুজরাতে দলিত নির্যাতনের ঘটনা নিয়ে তার দলের সব সাংসদ যখন মোদী সরকারের বিরুদ্ধে তুমুল হট্টগোল করছেন, তিনি তখন সংসদে বসে ঘুমাচ্ছেন।
শোরগোলের মধ্যেই লোকসভা টিভির ক্যামেরায় ধরা পড়ে, কংগ্রেসের সাংসদরা দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, আর রাহুল গাঁন্ধী নিজের আসনে হেলান দিয়ে বসে। কপালে ডান হাত ঠেকিয়ে মাথাটা ভর দিয়ে রেখেছেন । দু’চোখ বোজা। বিজেপি নেতারা বলতে শুরু করেন, রাহুল ঘুমোচ্ছিলেন।
টুইটার-সোশ্যাল মিডিয়াতেও কটাক্ষ, টিপ্পনি শুরু হয়ে যায়। বেজায় বিড়ম্বনায় পড়ে কংগ্রেসের নেতারা দাবি করেন, মোটেই ঘুমোচ্ছিলেন না দলের সহ-সভাপতি। ওই হট্টগোলের মধ্যে ঘুমোনো সম্ভব নয়। তিনি মোবাইলে মেসেজ দেখছিলেন। কেউ আবার বলেন, বিশ্রাম দিচ্ছিলেন চোখ দু’টিকে!
বুধবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। আর তখন সেখানে বিবৃতি দিচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সভা চলাকালীন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী নিজের চেয়ারে চোখ বন্ধ করে কপালে হাত দিয়ে বসে ছিলেন। কার্যত কয়েকবার তাকে ঝিমিয়ে পড়তে দেখা যায়। সেই সময় অনেকেই সেই ছবি দেখে অবাক হন। পরবর্তী সময়, সরকার পক্ষ তাকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করে দেন।
২১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস