শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৭:৩৮:২১

ভারতীয় বাহিনীর ‘বর্বরোচিত’ নির্যাতনের কঠোর নিন্দা জানালেন নওয়াজ শরীফ

ভারতীয় বাহিনীর ‘বর্বরোচিত’ নির্যাতনের কঠোর নিন্দা জানালেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তার ভাষায়, ভারতীয় বাহিনীর বর্বরোচিত নির্যাতনের কঠোর নিন্দা জানিয়েছেন।

আজ (শুক্রবার) রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এ নিন্দা জানান তিনি। বৈঠকে সর্বসম্মতভাবে কাশ্মিরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নওয়াজ শরীফ।

প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে পাক সেনাপ্রধান রাহিল শরীফও অংশ নেন। এতে কাশ্মির এবং আফগানিস্তান পরিস্থিতি তুলে ধরে পাক পররাষ্ট্র মন্ত্রনালয়।

বৈঠকে বলা হয়, কাশ্মির সংকটের একমাত্র সমাধান হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী জাতিসংঘের নজরদারিতে সেখানে গণভোটের আয়োজন করা।
২২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে