শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৮:৫০:৩৫

প্রতিবাদ করায় ১২ নারীকে হত্যা করেছে আইএস

প্রতিবাদ করায় ১২ নারীকে হত্যা করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবাদ করায় ১২ নারীকে হত্যা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

২০১৪ সালের জুনে ইরাকের মসুল শহর দখলের পর এই প্রথমবারের মতো স্থানীয়দের প্রতিবাদের মুখোমুখি হয় আইএস।

সোমবার সন্ধ্যায় আইএস প্রবর্তিত রীতির প্রতিবাদ করায় ১২ নারীকে হত্যা ও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির মসুলের একটি শাখার প্রধান সাঈদ মামোজিনি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আশরাক আল-আওসাতকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে যুদ্ধক্ষেত্রে ইরাকি সেনারা দক্ষিণ-পূর্ব মসুলের আল-আওসাজাহ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

সাঈদ মামোজিনি জানান, মসুলের পশ্চিমে ইরাকি সেনাদের সঙ্গে সংঘর্ষে ছয় আইএস যোদ্ধা এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।  পূর্ব মসুলে চার আইএস যোদ্ধা নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে একজন আইএস নেতা মোহাম্মদ আল সুদানি।

ইরাকি সেনাদের অভিযানের কথা জানিয়ে সেনা কর্মকর্তা আমিন শেখানি জানান, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহযোগিতায় আল আওসাজাহ শহরে দুদিক থেকে অভিযান চালানো হয়।

অভিযানে আট সেনা সদস্য আহত হলেও আইএস যোদ্ধাদের হটিয়ে এলাকাটি মুক্ত করা অব্যাহত রয়েছে।

শেখানি জানান, বৃহস্পতিবার যখন দখলমুক্ত করা হয় তখন পুরো গ্রাম ছিল খালি।  কয়েকদিন আগে নিরাপত্তাবাহিনীর সদস্যের সহযোগিতায় গ্রামবাসীরা পালাতে পেরেছেন।  সূত্র : আশরাক আল-আওসাত।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে