শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৮:৫২:৩২

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জন্য হিলারি দায়ী : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জন্য হিলারি দায়ী : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতাকে ‘ইতিহাসের সবচেয়ে জঘন্য’ চুক্তি বলে অভিহিত করেছেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বৃহস্পতিবার রাতে ক্লিভল্যান্ড শহরে রিপাবলিকান পার্টির তিনদিনব্যাপী সমাবেশের শেষদিনে বক্তৃতা দিয়ে গিয়ে এ মন্তব্য করেছেন। ওই বক্তৃতায় তিনি আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে নিজের প্রার্থীতা ‘মেনে’ নেন।

এক ঘন্টারও বেশি সময়ের বক্তৃতায় ট্রাম্প কয়েকবার ইরানের নাম উচ্চারণ করেন। তিনি বলেন, “আমাদের সবার মনে আছে আমাদের মেরিন সেনারা ইরানের সশস্ত্র ব্যক্তিদের সামনে হাঁটু গেড়ে মাথার উপর হাত তুলে বসেছিল। তেহরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করার আগ মুহূর্তে এ ঘটনা ঘটেছিল। ওই সমঝোতার মাধ্যমে ইরান ১৫,০০০ কোটি ডলার পেলেও আমাদের কোনো লাভ হয়নি। কাজেই এটা ছিল ইতিহাসের অন্যতম ঝঘন্য চুক্তি।”

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী তার ডেমোক্র্যাট প্রতিপক্ষ হিলারি ক্লিন্টনের কড়া সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান বেশিরভাগ সংকটের জন্যই হিলারি দায়ী।

ট্রাম্প বলেন, “২০০৯ সালে হিলারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে দায়েশ নামক কোনোকিছুর অস্তিত্ব ছিল না, লিবিয়া স্থিতিশীল ছিল, মিশরে শান্তি ছিল, ইরাকের সহিংসতা উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছিল, অবরোধের ধাক্কায় ইরান মৃত্যুদশায় উপনীত হয়েছিল এবং সিরিয়া অনেকটা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চার বছরের মেয়াদ শেষে দেখুন আমাদেরকে তিনি কোথায় নিয়ে ঠেকিয়েছেন।”

ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, হিলারি ক্লিন্টনের হাতে দায়িত্ব দেয়ার অর্থ মৃত্যু, ধ্বংস, দুর্বলতা ও সন্ত্রাসবাদ ডেকে আনা।

এদিকে ট্রাম্প যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন রিপাবলিকান দলের সমাবেশস্থলের সামনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শ্লোগান দিয়ে বলেন, তিনি আমেরিকাকে আবর্জনার স্তুপে পরিণত করতে চান। এ সময় নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য রিপাবলিকান দলের সমাবেশস্থল ঘিরে রাখে।

আগামী ৮ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন।
২২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে